তোমার মনে লুকিয়ে থাকা যত সব পোলাপাইন্না চিন্তা ভাবনা নিয়ে বিডি এলিয়েন ।
এই ব্লগটি সন্ধান করুন
শনিবার, ২১ জুলাই, ২০১২
ফাঁড়া (১ম পর্ব)
(১) ছোট বেলা থেকেই আমি দেখতে খুব সুন্দর । ছেলেদের এতোটাসুন্দর না হলেও চলে । তার উপর আবার তিন বোনেরপর আমি একমাত্র পুত্র সন্তান । তাইমানুষ এবং অন্যান্য সব কিছুর নজর থেকে বাঁচাবার জন্য আমার শরীরে তাবিজ কবজের কোন অভাব হইনি কখনও ।বাবা মা তো আছেনই খালা ফুপুরাও সবসময় বাড়াবাড়ি রকমের আধিখ্যেতা করতেন । এ যে কেমন যন্ত্রনা তা বলে বোঝানো যাবে না । কখনও কোথাও একা যেতে পারতাম না ।করো সঙ্গে মেলামেশা নিষেধ ছিলো ।স্কুল বাসা ; বাসা স্কুল এইছিলো আমার ছেলেবেলার জীবন । আমার বাবা এমনিতে ছিলেন বেশগম্ভীর স্বভাবের মানুষ । সবাই তাকে খুব ভয় করতো । শুধু আমার বেলাতেই বাবা ছিলেন একটু ভিন্ন । আমার সকল অন্যায় ছিলো বাবার কাছেমাপ । মার কথা তো বাদই দিলাম । তবে আমিও ছিলাম বেশচাপা স্বভাবের পারত পক্ষে কাউকে কষ্ট দিতাম না । দুস্টামিও খুব একটা করতাম না । আমার বোনেরা কোন জিনিষপত্র ভাঙ্গলে আমার নাম করে বেঁচে যেতো । বোনদের দোষ নিজে স্বীকার করে আমিও বেশ মজা পেতাম । তবে লেখা পড়ায় আমি ছিলাম খুব ভাল ।এই একটা জিনিষ নিয়ে আমি বেশ অহংকার বোধ করতাম । পড়া লেখা করতে আমারবেশ ভাল লাগতো । এছাড়াও আমার বাগানে সময় কাটাতে , নিজ হাতে গাছ পালা লাগতে খুব ভাল লাগতো । এ অভ্যেসটাআমার এখনও আছে । একাজটা আমিএখনও করি । সময় পেলেই বাগানে বসে যাই । আমার আর একটি প্রিয় কাজ ছিল রাজ হাঁস পোষা । ছোট বেলাতে আমার বেশ কয়েক রঙের রাজ হাঁস ছিলো । এসব করেই আমি বড় হতে থাকি । ঢাকাতে আমাদের বেশ কয়েটা বাড়ী থাকার পরও আমার ২০ বছরবয়স পর্যন্তআমরা ঢাকার বাহিরে ছিলাম । তা ও আমার জন্য । কোন একজন ফকিরের নির্দেশে এমনটা করেছেন বাবা মা । ফকিরের নির্দেশ মোতাবেক আমার জীবনে নাকি তিনটি ফারা আছে । একটি খুব ছোট বেলায় । দ্বিতীয়টি ২৫ বছর বয়সে । আর তৃতীয়টি শেষ বয়সে । প্রথম দুটো ফারা কাটাতে পারলে বেঁচে থাকার গেরান্টি ছিলো ৮০ বছর। অশরীরী চাপ যাকে বলে । প্রথম ফারাটি আসে আমার ৮ বছর বয়সে । পানিতে পরে গিয়ে। বাবার সঙ্গে মাছধরতে গিয়ে সবার আড়ালে পানিতে পরেগিয়ে মরতে বসেছিলাম । কিন্তু আমার মেজ বোনের কল্যানে আমি যে যাত্রায় বেঁচে গেলেও আমার বোনটি মরেগিয়েছিলো । যে কস্ঠ আমি কোনদিনভুলবো না । কোন দিন না ।বোন হারাবার যন্ত্রনা না যেকি তা বলে কয়ে শেষ করা যাবে না । সবাই ফারা বললেও আমি এটাকে এক্সডেন্ট হিসাবেদেখি ।চলবে.....
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন