তোমার মনে লুকিয়ে থাকা যত সব পোলাপাইন্না চিন্তা ভাবনা নিয়ে বিডি এলিয়েন ।
এই ব্লগটি সন্ধান করুন
রবিবার, ২২ জুলাই, ২০১২
মনের কষ্ট
ইদানিং কষ্টের তীব্রতা কেন জানি সহ্য হয়না
নির্জনে একাকী কষ্টগুলোকে লালনকরে যাই
নিভৃতে লুকিয়ে রাখার ব্যার্থ চেষ্টা করি কষ্টগুলোকে
কিন্তু পারিনা, কষ্টগুলো ধীরে জমা হতে থাকে
জমা হতে হতে তা বেলুনের মতো বড় হয়
অত:পর বিকট আওয়াজে ফেটে যায়
ক্ষিপ্র গতিতে দেয়ালে মাথা ঠুঁকে অজ্ঞান
কিংবা হাতের কাছে যা থাকে তাই ছুঁড়ে চূর্ন
নিদেন পক্ষে নিজের দেহে নিজেই করি আঘাত
আঘাতের তীব্রতায় ব্যাথায় কুকিয়ে উঠি
বিন্দু প্রশান্তিতে অট্টহাসিতে গগন কাঁপাই
নিথর মনে কিছুটা হলেও সস্থি খুঁজে পাই
কারন, দেহের কষ্টে মনের কষ্টটা হারাই
সাময়িক সময়ের তরে কষ্ট ভুলে যাই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন