এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২২ জুলাই, ২০১২

আমার মনের কষ্ট গুলো !! |

♥ প্রিয় R..... ♥ জানি আমি তুমি ঘৃনা কর আমায়্ ভালবাসার স্বপ্নে তবুও বিভোর হই আমি ! সমুদ্র সেচে প্রবাল কুড়িয়ে তোমাকে সাজাই আকাশের বুকে সুন্দর গোধুলি হয়ে ! চেয়ে থাকি সুধু তোমারি প্রত্যাশায়! বুকের ভেতর গোমরে কাঁধে প্রবল কষ্ট গুলো আমার ! এ ভাবে অনন্তকাল দির্গশ্বাস চেপে রেখে ,, চলে যাব একদিন তোমার অগোচরে হয়্ত জানবেনা তুমি কখনো প্রেম নয় অনন্ত সুখ্, ভালবাসার নিবিড় বন্ধনে। তুমি যাকে বুঝনি উদাসিন জীবনের দোলায় ! সকালের শিশির ভেবে চলে গেছ দুরে--অনেক দুরে হায় ,, কুনো দিন জানতে যদি চাও এই আমি কেমন আছি ??? চাঁদের জোছনায় নিজেকে আড়াল করে বলব আমি ভাল আছি !! <>-<>-<>-খুব ভাল আছি-<>-<>-<>

মনের কষ্ট

ইদানিং কষ্টের তীব্রতা কেন জানি সহ্য হয়না নির্জনে একাকী কষ্টগুলোকে লালনকরে যাই নিভৃতে লুকিয়ে রাখার ব্যার্থ চেষ্টা করি কষ্টগুলোকে কিন্তু পারিনা, কষ্টগুলো ধীরে জমা হতে থাকে জমা হতে হতে তা বেলুনের মতো বড় হয় অত:পর বিকট আওয়াজে ফেটে যায় ক্ষিপ্র গতিতে দেয়ালে মাথা ঠুঁকে অজ্ঞান কিংবা হাতের কাছে যা থাকে তাই ছুঁড়ে চূর্ন নিদেন পক্ষে নিজের দেহে নিজেই করি আঘাত আঘাতের তীব্রতায় ব্যাথায় কুকিয়ে উঠি বিন্দু প্রশান্তিতে অট্টহাসিতে গগন কাঁপাই নিথর মনে কিছুটা হলেও সস্থি খুঁজে পাই কারন, দেহের কষ্টে মনের কষ্টটা হারাই সাময়িক সময়ের তরে কষ্ট ভুলে যাই